জাগরনী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ , জাগরনী চক্র ফাউন্ডেশন বিভিন্ন ভাবে গরিব দের সাহায্য সহযোগিতা করে থাকেন। এরা চাই দরিদ্ররা যাতে সুন্দর ভাবে জীবন জাপন করতে পার।সেই জন্য তারা বিভিন্ন সাহায্যের পাশা পাশি বিভিন্ন প্রশিক্ষনের মধ্যমে তাদেরকে শিক্ষা দিয়ে থাকে যেমন; চিকৎসা সহায়তা, শিক্ষা কার্যক্রম, উপানুষ্ঠানিক ও বৃত্তি প্রদান,প্রশিক্ষণ সেবা,স্বাস্থ্য সেবা, কৃষি কাজে ঋণের সেবা,ছাগল পালন, প্রশিক্ষণ, রেমিটেন্স সেবা, মৃত্যু সদস্যদের অনুদান, ইত্যাদি। জনগনের সাহায্যের জন্যে সাম্প্রতিক জাগরনী চক্র ফাউন্ডেশন জব সার্কুলার প্রকাশ করেছে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থি দ্রুত আবেদন করুন।
জাগরনী চক্র ফাউন্ডেশন নিয়োগ ২০২২ সহ সকল সরকারি ও বেসরকারি সকল নতুন জব সার্কুলার সম্পর্কিত তথ্য পেতে, আপনি আমাদের ওয়েবসাইট eservicesbd ভিজিট করতে পারেন। আপনি যদি এই চাকুরির জন্য আবেদন করতে চান তবে আপনাকে নিচের দেয়া সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়া উচিত। Jagorani Chakra Foundation (JCF) Jobs Circular 2022 এর সকল তথ্য ও বিস্তারিত নিম্নে প্রদান করা হল;
জাগরনী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নামঃ | জাগরনী চক্র ফাউন্ডেশন |
বয়স সীমাঃ- | বছর |
পদ সংখাঃ | ২ টি পদে |
বেতনঃ | টাকা |
আবেদনের মাধ্যমঃ | অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। |
আবেদনের সময়সীমাঃ | ২৩ এপ্রিল ২০২২ |
আরো দেখুন: সাপ্তাহিক চাকরির ডাক
আরোও পড়তে পারেন:
- কমিউনিটি ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- ওয়ালটন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
- বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- বাংলাদেশ রাবার বাের্ড নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
- কাস্টমস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
- ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
জাগরনী চক্র ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Jagorani Chakra Foundation (JCF) Jobs Circular 2022
আবেদনের পূর্বে পড়ুনঃ নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণা জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ইতোপূর্বে সংস্থা হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, নারী ও শিশু নির্যাতন, যৌন শোষন এবং যৌন হয়রানী ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। ঘে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান। সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এ চাকরি দেয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে। সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। সছবি অবশ্যই আবেদনকারীর জীবনবৃত্তান্তের সাথে যুক্ত থাকতে হবে।
জাগরনী চক্র ফাউন্ডেশন
০১ চিকৎসা সহায়তাঃ কি কি রোগের জন্য কাজ করবে :আউটডোর সার্ভিজশাখা/ গ্রুপ পর্যায়ে উঠান বৈঠক, ডায়াবেটিস পরীা, ওজন নির্ণয়, রক্তচাপ নির্ণয়, গর্ভবতী ও প্রসূতী মায়ের চেকআপ, শিশুদের চেকআপ, অন্যান্যদের প্রাথমিক চেকআপ, জটিল রোগী বাছাই করা, বিভিন্ন হাসপাতাল কিনিকের সাথে যোগাযোগ ও সমন্বয় করা, রোগী রেফার করা, পরিবার ও অফিসের সাথে কথা বলে রোগীদের অপারেশনের ব্যবস্থা করা, অপারেশনের পর ফলোয়াপ করা।কি ধরণের রোগীদের অপারেশন করা হয়:
* মহিলাদের জরায়ুর নাড়ী বের হওয়া। * জরায়ুতে টিউমার * জরায়ুতে ইনফেকশন * ডেলিভারীর রাস্তা ছিড়া/ কাঁটা থাকা * ব্রেষ্ট টিউমার * পাইল্স * ফিষ্টুলা * অর্শ্ব* গেজ * চোখে নালী ঘা* চোখে ছানী পড়া * চোখের মাংশ বৃদ্ধি
# এছাড়া তাৎণিক প্রয়োজনে প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে মহিলাদের েেত্র অন্য কোন অপারেশনের সুযোগ থাকবে।কি, কি খরচ প্রতিষ্ঠান বহন করবে : রোগী অপারেশনের জন্য বাছাইয়ের পর বাকী পরীা নিরীা, অপারেশন ফি, সিটভাড়া, যাবতীয় ঔষধসহ হাসপাতালের সম্পূর্ণ খরচ প্রতিষ্ঠান বহন করবে।হতদরিদ্র সদস্যর মাঝে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা চিকিৎসা অনুদান প্রদান করেন।
Jagorani Chakra Foundation (JCF) Jobs Circular 2022
০২ স্বাস্থ্য সেবাঃ সদস্যদের মাঝে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে রক্তের গ্র“প নির্নয় ও স্বাস্থ্য পরীা করা হয়।
০৩ শিক্ষা কার্যক্রমঃ উপানুষ্ঠানিক ও বৃত্তি প্রদান জাগরণী চক্র ফাউন্ডেশন এর সদস্যর ছেলে-মেয়েদের এস,এস,সি এবং এইচ,এস,সি পরীার বোর্ড ফি প্রদান করে এবং যে সকল সদস্যর ছেলে-মেয়ে এস,এস,সি এবং এইচ,এস,সি পরীায় জিপিএ-
৪.৫০-৫.০০ প্রাপ্ত হয় তাদেরকে এক কালীন ৫০০০/- (পাঁচ হাজার) টাকা শিা বৃত্তি অনুদান দেওয়া হয়। এছাড়া রামনগর গুচ্ছ গ্রামে একটি প্রাইমারী স্কুলের শিকের বেতন ও ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ার খরচ বহন।
০৪ মৃত্যু সদস্যদের অনুদানঃ জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে যারা ঋণ গ্রহণ করেন, অর্থাৎ মহিলা সদস্যর েেত্র সদস্য/সদস্যার স্বামী/অভিভাবক মারা গেলে পাওনা ঋণ মওকুফ করা হয় এবং জমাকৃত সঞ্চয় ফেরত দেওয়া হয়।
০৫ রেমিটেন্স সেবাঃ জাগরণী চক্র ফাউন্ডেশন ১৩ কম্পোনেন্টে রেমিটেন্স প্রদান করে থাকে, যেমনঃ Marchent trade, western Union, Xpress Money, Placid, Prabhu, IME, TF, UCE, Ria, CBL,BAE, Choice Money. উক্ত রেমিটেন্স প্রদানে কোন কমিশন নেওয়া হয় না।
০৬ প্রশিক্ষণঃ জাগরণী চক্র ফাউন্ডেশনের হত দরিদ্র সদস্যর দর্জি প্রশিণ দেওয়া।
০৭ ছাগল পালনঃ জাগরণী চক্র ফাউন্ডেশনের হত দরিদ্র সদস্যর মাঝে ছাগল বিতরণ।
০৮ কৃষি কাজে ঋণের সেবাঃ জাগরণী চক্র ফাউন্ডেশনের সদস্যদের মাঝে কৃষি কাজের জন্য ঋণ প্রদান করা হয়।
০৯ প্রশিক্ষণ সেবাঃ জাগরণী চক্র ফাউন্ডেশন জেডিসি নামে নামে ট্রেনিং সেন্টার বিদ্যমান, যেখানে অটোমোবাইল,কম্পিউটার, মোটরসাইকেল, ওয়ার্কসপ ইত্যাদি প্রশিণ দেওয়া হয়।
One comment
Pingback: মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - ejobnews